মধ্যপ্রাচ্যে ‘ফিলিস্তিনি ইস্যু’ নাই করে দিতে মার্কিন পরিকল্পনায় সৌদি আরব সহযোগিতা করছে বলে অভিযোগ করেছে প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনকে মানুষের মন থেকে মুছে ফেলতে রিয়াদ ওয়াশিংটনের সঙ্গী হয়েছে বলে হামাসের মুখপাত্র হাযিম কাসিম এক বিবৃতিতে বলেছেন। ইসরাইলি দখলদারিত্বে সৌদি সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
‘ডিল অব দ্যা সেঞ্চুরি’-তে যেসব ইতিবাচক দিক রয়েছে সেগুলোই আলোচনার ভিত্তি হতে পারে বলে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের সম্প্রতি মন্তব্য করেছেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট সফরের অবকাশে তিনি এ মন্তব্য করেন।
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করে হামাস মুখপাত্র বলেন, সৌদি মন্ত্রী মার্কিন পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’তে ইতিবাচক দিক রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা থেকে এটা স্পষ্ট ফিলিস্তিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে সৌদি আরব।
ওই বিবৃতিতে হাযিম কাসিম বলেন, আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরদ্ধে যে অবস্থান নিয়েছে তার সঙ্গে সৌদি মন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই।
গত মাসে প্রকাশ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের অচলাবস্থা চলছে। ওই শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।
মার্কিন-ইহুদিবাদী এ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি উদ্বাস্তুদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
এ ছাড়া জর্দান নদীর পশ্চিমতীরের ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।