যশোরে ছাত্রাবাস থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক মামলা

jessore atok news

যশোর শহরতলীর শেখহাটি এলাকার কাজী ছাত্রাবাসে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওয়ান স্যুটারগান, পিস্তুল, গুলি, ধারালো অস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, লোহার রড, মাদকদ্রব্য, ইয়াবা, জন্মনিয়ন্ত্রনের বিভিন্ন উপকরণসহ দুটি মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হচ্ছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুড়া খারাটির রফিকুল ইসলামের ছেলে আবু হেনা, মেহেরপুর মুজিব নগর থানার আনন্দবাসের রফিকুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম ও একই উপজেলার আনন্দবাস গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে রাফিউন ইসলাম।

এদেরকে শেখহাটি জামরুলতলা এলাকার কাজী ছাত্রাবাস থেকে অস্ত্রগুলিসহ, মদ ইয়াবা, গাঁজা ককটেলসহ গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে বোমা বিস্ফোরক, মাদক ও অস্ত্র মামলায় আদালতে সোপর্দ করে। এর মধ্যে কয়েকজনকে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এইচএমএ লতিফ মামলা গুলির বাদী। এসআই নজরুল ইসলাম ও এসআই লিটন মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পেয়ে গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। এর মধ্যে অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।