যশোরে রেললাইন থেকে লাশ উদ্ধার

jessore map

যশোরে রেললাইনে পড়ে থাকা মো. শাহাবুদ্দিন ওরফে সাবু (৩৭) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলির মুড়লি এলাকায় রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে। শাহাবুদ্দিন ওরফে সাবু যশোর সদরের কচুয়া গ্রামের হাসান মোল্যার ছেলে।

যশোর রেলওয়ে পুলিশ জানায়, মুড়লি রেলক্রসিংয়ের পাশে রেললাইনের দুই লোহার পাটির মাঝখানে স্লিপার ও পাথরের ওপর ওই ব্যক্তির লাশটি পড়ে ছিল। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া দুই পা এবং ডান হাত ভাঙা ছিল। বাম পায়ের পাতা কাটা ছিল।

যশোর রেলওয়ে ফাঁড়ির এএসআই রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে তিনি দুর্ঘটনায় না অন্য কোনো কারণে মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে।