রাজগঞ্জে ক্যান্সার যন্ত্রণা সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা

jessore map

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ক্যান্সার যন্ত্রণা সইতে না পেরে পুষ্প ঘোষ (৬৫) নামে এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে।

রবিবার সকালে উপজেলার রাজগঞ্জের মদনপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত পুষ্প ঘোষ ঐ গ্রামের মৃত অনন্ত ঘোষ এর কন্যা।

জানাগেছে, বিবাহরে ৬ মাস পর স্বামী পরিত্যাগ করে তিনি ভাইয়ের বাড়িতে থাকতেন। পুস্প ঘোষ দীর্ঘদিন ধরে মরণ ব্যাধী ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েক দিন আগে তাকে হাসপাতাল থেকে ফেরত দিয়েছিলে কর্তব্যরত ডাক্তারা। এর পর থেকে পুষ্প ঘোষকে বাড়িতে রাখা হয়। ব্যাথার যন্ত্রণা সইতে না পেরে এক পর্যায়ে সবার অজান্তে বিষ পান করে। বাড়ির লোক জন টের পেয়ে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।