যশোরের কেশবপুরে সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত মিলন সিংহের পরিবারের আরও দু’জনকে করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া মিলন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেজন্য তার নাক ও গলা থেকে লালা সংগ্রহ করে ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরে পাঠানো হয়েছে।
কেশবপুর উপজেলার পাঁচপোতা গ্রামের মিলন সিংহকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দফায় ভর্তি করা হয়। একই দিন জ্বরে আক্রান্ত ছেলে চন্দন সিংহকেও ভর্তি করা হয়েছে। ঐ পরিবারের একাধিক সদস্য জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় এলাকায় ভীতির সঞ্চার হয়।
মঙ্গলবার সকালে মিলনের স্ত্রী শিখা সিংহকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। মঙ্গলবার সকালে ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআর এর মেডিকেল টেকনোলজিস্ট লিটন হালদার মিলনের নাক ও গলা থেকে লালা সংগ্রহ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, সংগ্রহীত নমুনা ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি জানান।
- আরো পড়ুন