প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ১ কোটি টাকা দিচ্ছে রাবি

হাসান মাহমুদ, রাবি: করোনা পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল আলীম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, এটি অন্যান্য দুর্যোগের মতো নয়, করোনার মহামারীর সময় কেউ বাইরে বেরুতে পারছে না, এমনকি চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতেো ভয় পাচ্ছেনা। সুতরাং, একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কিছু করার সুযোগ কম ৷

সংকটের এই মুহূর্তে সেনাবাহিনী, বিজিবিসহ অনেকেই প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির মতামতের প্রেক্ষিতে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত পাশ হয়। যাতে করে দেশে করোনভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করা যায় বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।