‘অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন, আল্লাহর কাছে ক্ষমা চান’

করোনার বিস্তার রোধে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।

সেই সঙ্গে তিনি বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্নেল অলি এ আহ্বান জানান।

দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

‘দয়া করে অতিজরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। সব প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকুন।’

এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাকের স্বাক্ষরিত ওই বিবৃতিতে করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে কারফিউ জারির বা জরুরি অবস্থা ঘোষণার সুপারিশ করেছেন এলডিপি সভাপতি।

তিনি বলেন, ‘করেনার থাবা গত চার দিন ধরে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে।’

অলি আহমেদ বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।’