যশোরের ষষ্টিতলায় অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ

করোনার প্রভাবে বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে যুবলীগ নেতা মানিক ও নিশানের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার যশোর শহরের ষষ্টিতলা এলাকায় খাবার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন যশোর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন।

এসময় কাউন্সিলর হাজী সুমন বলেন, করোনাভাইরাসের এমন দুর্যোগময় মুহূর্তে জনগণের ঘরে থাকা জরুরি। কিন্তু এ এলাকা দেশের অন্যান্য স্থানের চেয়ে ভিন্ন। যশোরের খেটে খাওয়া মানুষ সাধারণ ছুটিতে খুব কষ্টে আছেন। তারা খাবারের সংকটে আছেন। এমন অবস্থায় সাধারণ মানুষের কষ্টে আমি আমার সাধ্যমতো এগিয়ে আসার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, আমি একজন সৈনিক। এছাড়া শেখ হাসিনার একজন কর্মী। সুতরাং মানুষের এমন বিপদের দিনে আমি ঘরে বসে থাকতে পারি না। আমার একটাই অনুরোধ, ভয় করবেন না। ভয় মানুষের মনোবল ও রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ঘরে থাকুন। খাবারের অভাব হবে না। প্রয়োজনে পৌঁছে যাবে। আর আমি আমার সাধ্যমতো সেই চেষ্টাই করছি।

খাবার বিতরণ কর্মসূচীতে সার্বিক সহযোগীতা করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।