সিঙ্গাপুরে দুই দিনে শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত দুই দিনে শতাধিক বাংলাদেশি শ্রমিক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গল ও বুধবার দেশটিতে নতুন করে ২৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ১০২ জনই বাংলাদেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে দ্য স্ট্রেইট টাইমস পত্রিকা এ খবর দিয়েছে।

পত্রিকাটির খবর অনুযায়ী, নমুনা পরীক্ষার পর মঙ্গলবার ৭৫ জন এবং বুধবার ২৭ জন বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই হোস্টেলে থাকতেন।

ক্লাস্টার (এক জায়গা অনেকের আক্রান্ত হওয়া) আকারে হোস্টেলগুলোতেই সংক্রমণ হয়েছে। যেসব হোস্টেলে বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন- সেগুলোর মধ্যে রয়েছে- সানগেই তেনগাহ লজ, কোচরেন লজ ১, ওয়েস্টলিট তোহ গুয়ান, ট্যামপানিস ডরমেটরি, এস১১ ডরমেটরি এবং তোহ গুয়ান ডরমেটরি।

নতুন রোগীসহ সিঙ্গাপুরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২৩-এ। বাংলাদেশি ছাড়াও এদের মধ্যে রয়েছেন ভারতসহ বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিক।

এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর সংকটাপন্ন অপরজন এখনো আইসিইউতে চিকিৎসারত।