খুলনা মেডিকেলে আইসোলেশনে থাকা শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর খালিশপুর এলাকায়।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শিশুটি জ্বর, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শুক্রবার দুপুর ৩টায় শিশুটিকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি জানান, শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।