যশোরে কৃষকদের ধান কাটলো ছাত্রলীগ

বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় এগিয়ে এসেছেন যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের করিচিয়া গ্রামের অসহায় কৃষকদের সাথে জমির পাকা বোরোধান কাটেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর নির্দেশনায় জেলার নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়। সামাজিক দূরত্ব মেনে ২০/২৫ জন নেতাকর্মী কৃষকের জমির পাকা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।

যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী জানান, বর্তমানে আমাদের জেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সহযোগীতায় আমরা জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন ক্ষুদ্র চাষীদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি। যেসব চাষী ধানকাটার শ্রমিক পাচ্ছেন না, তাদের সহযোগিতায় সকল ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা এগিয়ে আসার আহবানও জানান তিনি।

উপকারভোগী কৃষক জানান, শ্রমিক সংকটের কারণে তারা ধান কাটতে পারছিলেন না। ফলে পাকা ধান জমিতেই নষ্ট হবার আশঙ্কা ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে তাদের জমির ধান কেটে ঘরে এনে দিয়েছেন। এজন্য তারা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

ধান কাটায় অংশগ্রহন করেন যশোর পৌর ছাত্রলীগের সদস্য, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, শুভ্র জ্যোতি মিত্র, ঢাবি জহুরুল হক হলের সাবেক সহ সভাপতি শেখ রিজওয়ান আলী, নুরূল ইসলাম নাহিয়ান, রিয়াদ হোসেন, জাবি ছাত্রলীগ নেতা নাঈম খন্দকার, বুলবুল হাওলাদার, শুভ গোস্বামী মৃন্ময় , বিন আমিন হাওলাদার , ইয়াসিন আরাফাত, সবুজ, আব্দুর রহিম, রুবেল, অন্তু দত্ত, অন্তর সিকদার চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক, ইমরান হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ৷