সৌদি আরবে রোযা শুরু শুক্রবার

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।সে অনুযায়ী শুক্রবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হচ্ছে।

দেশটির সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। তারা বলছে, সৌদি আরবে অর্ধচন্দ্র দেখা গেছে। এর অর্থ শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।খবর-আল আরাবিয়া

রাজধানী রিয়াদ থেকে ১৪০ কিলোমিটার উত্তরে সুদাইর এবং কাসিমের মাঝখানে একটি ছোট্ট গ্রামে দেশটির হাওতাত সুদাইরের জ্যোতিবিজ্ঞান পর্যবেক্ষকদের একটি দল চাঁদ দেখেছে।

মুসলিমরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। যেখানে ১২ মাসে এক বছর ধরা হয়। ৩৫৪ অথবা ৩৫৫ দিনে এক বছর গণনা করা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৯ মাস পরে রোযার অর্ধচন্দ্র দেখা গেছে।