বাংলাদেশের তৈরি পোশাকের অর্ডার বাতিল করবে না নেদারল্যান্ড

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনা ইস্যুতে বাংলাদেশের তৈরি পোশাকের অর্ডার বাতিল করবে না নেদারল্যান্ড। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে দেশটি এ আশ্বাস দিয়েছে।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন টেলিফোন করেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী সিগরিড কাগকে।

এ সময় নেদারল্যান্ডের ক্রেতারা যেন বাংলাদেশের অনুকূলে দেওয়া তৈরি পোশাকের অর্ডার বাতিল না করেন সেজন্য অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। জবাবে সিগরিড আশ্বস্ত করেন, ডাচ ক্রেতারা তাদের অর্ডার বাতিল করবে না।

মোমেন নেদারল্যান্ডের মন্ত্রীকে অভিহিত করে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে ৩২০ কোটি ডলারের অর্ডার বাতিল হয়েছে। ফলে এক হাজার ১৫০টি কারখানা এবং প্রায় ২৩ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ডাচ মন্ত্রীর টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মূলত ডাচ মন্ত্রী সাগরে ভাসমান রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরানোর অনুরোধ করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ওনাকে বুঝিয়েছি যে,তাদের আমরা কেন নেব? তাছাড়া তারা যেখানে অবস্থান করছে সেটা আমাদের সমুদ্রসীমা থেকে অনেক দূরে। যাদের কাছাকাছি তারা রোহিঙ্গাদের আশ্রয় দিক। এটা বলার পর তিনি বুঝতে পেড়েছেন।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যের অবস্থান করা কোনো বাংলাদেশিকর্মী করোনা পরিস্থিতিতে চাকরি হারালে তাদের সহযোগিতার জন্য ডাচ মন্ত্রীকে কাজ করার জন্য অনুরোধ করা হয়। জবাবে ডাচমন্ত্রী জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তার দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডাচ মন্ত্রীকে বলেছি, আমাদের মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিকর্মীদের জন্য বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে ফান্ড তৈরি করার জন্য। তিনি বলেছেন,তিনি এ নিয়ে কাজ করবেন।’