করোনা নিয়ন্ত্রণে বিশ্ব নেতৃত্বকে দুষলেন জাতিসংঘ মহাসচিব

antonio guterres - us united nation

করোনার তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে ৩৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর হিসাব ২ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই।

এদিকে, করোনা মোকাবিলায় বিশ্ব নেতৃত্বের ঘাটতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর দরিদ্র দেশগুলোকে সহযোগিতা না করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। করোনা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান একে অপরকে দোষারোপ করার মধ্যে এমন মন্তব্য করলেন বিশ্বের সব দেশের একমাত্র সম্মিলিত সংস্থাটির প্রধান।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘এটা একেবারে সত্য যে এখন নেতৃত্বের ঘাটতি দেখা দিয়েছে। এটা এমন পরিস্থিতি, যখন আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে সংকট উত্তরণে কাজ করে যাওয়া উচিত কিন্তু এর বদলে বিশ্ব নেতৃত্বে আরও বেশি বিভক্তি দেখা দিয়েছে। যা চরম উদ্বেগের বিষয়।’

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের ভূমিকা রয়েছে কিন্তু বৈশ্বিক সম্পর্ক জোরদারের মতো আরও যে বিষয়গুলো রয়েছে, আমার মতে এটা খুবই জরুরি। আমি আশা করবো অদূর ভবিষ্যতে এটা সম্ভব হবে।’