যশোরে করোনা ঘর বন্দি দরিদ্র, অসহায়, দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি নামে একটি সামাজিক সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে যশোর কলেক্টরেটে জেলা প্রশাসক শফিউল আরিফ এ কর্মসূচির উদ্বোধন করেন।
খাদ্য সহায়তা প্রদান করাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, ইন্সটিটিউটের অধ্যক্ষ আরিফ নূর, রেজিস্টার নূর ইসলাম প্রমুখ।
পরে শহরের একটি ফেস্টিভিয়েলে নিয়ে যাওয়া হয় দরিদ্র মানুষদের। সেখানে প্রতি পরিবারে জন্য ২ হাজার ৫০০ টাকা মূল্যের পণ্য দেওয়া হয়।