যশোরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু’পরিবারের মাঝে হাজী সুমনের অনুদান প্রদান

যশোর শহরের ঈসমাইল কোলনীতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে অনুদান প্রদান করেছেন পৌর কাউন্সিলর ও সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির আহবায়ক হাজী আলমগীর কবির সুমন।

শনিবার বিকালে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারের মাঝে ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলার উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদাকের পক্ষে এ অনুদান প্রদান করা হয়।

কাউন্সিলর হাজী সুমন জানান, বিশ্বব্যাপী মহামারি করোনার প্রভাবে যখন মানুষ গৃহবন্দী আর অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বেঁচে থাকার জন্য করোনার পাশাপাশি ক্ষুধার সাথেও যুদ্ধ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এর মধ্যে অসহায় মানুষদের অগ্নিকান্ডে বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তারজন্যে মানবিক বিবেচনা করে খাবার সামগ্রী বিতরণ কারার পাশাপাশি যে কোনো বিপদে তিনি অসহয় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অর্থ বিতারণে সার্বিক সহযোগীতা করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত তিন টার দিকে যশোর পৌর এলাকার ছয় নম্বর ওয়ার্ডে ঈসমাইল কোলনীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।