ক্যান্টনমেন্ট কলেজের ’৯২ ব্যাচের উদ্যোগে ঘরবন্দি মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

cantonment college jessore
ফাইল ছবি

করোনা মহামারি আকার ধারন করায় ঘরবন্দি হয়ে পড়েছে কর্মজীবী মানুষ। বন্ধ হয়ে গেছে আয়ের সব রাস্তা। এমন অবস্থায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের ১৯৯২ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে উক্ত কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ প্রায় দুইশত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা হিসেবে টাকা বিতরণ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে অনেকেই ঘরবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেও, শিশুখাদ্য ও জরুরি ঔষধ এর কথা বিবেচনায় এনে ১৯৯২ সালের শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। পরিবার প্রতি কমপক্ষে ১ হাজার টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

ভবিষ্যতেও যেকোনো মহামারী বা দুর্যোগে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ১৯৯২ সালের শিক্ষার্থীরা সাধ্যমত যশোরবাসীর পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। তবে তারা তাদের নাম ঠিকানা প্রচারে আগ্রহী নয় বলে জানান উদ্যোক্তাদের একজন। এই ধরনের আয়োজন যেন তারা ভবিষ্যতে আরে বেশি করে করতে পারে এই জন্য উক্ত শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া কামনা করেছেন।