ঘূর্ণিঝড়ের সময় ঘরে বা বাইরে থাকা অবস্থায় করণীয়

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে আজ মঙ্গলবার শেষ রাতে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন আম্ফান।

তারপর থেকে বুধবার বিকেল/সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। এ সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। এই সময়

ঘরে থাকা অবস্থায় আপনার করণীয় সম্পর্কে জানুন-

  • ঘরের বিদুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।
  • কিছুতেই কাঁচা বাড়ি/টিনের ঘরে থাকা যাবে না।
  • পাকা বাড়িও সুরক্ষিত মনে না হলে ঝড় আসার আগেই আশ্রয়কেন্দ্রে চলে যাবেন।
  • মোবাইলে রেডিও শোনা সম্ভব হলে সেটার ব্যবস্থা রাখুন।
  • মোবাইলে আগে থেকে ফুল চার্জ দিয়ে রাখুন।
  • ঘরের দরজা, জানালা বন্ধ রাখুন।
  • পারলে ঘরের মধ্যে একটি পাকা গর্ত করুন। জলোচ্ছ্বাসের আগে এই পাকা গর্তের মধ্যে অতি প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।
  • ঘূর্ণিঝড়ের পরে বৃষ্টি হয়। বৃষ্টির পানি বিশুদ্ধ তাই সেটি ধরে রাখার ব্যবস্থা করুন। যাতে পরবর্তীতে পানির কষ্ট না হয়।

এবার জেনে নিন ঘূর্ণিঝড়ের সময় বাইরে থাকলে করণীয়-

  • কোনো ক্ষতিগ্রস্থ বাড়িতে প্রবেশ করবেন না।
  • ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর বিষয়ে খেয়াল রাখুন।
  • যত দ্রুত সম্ভব পাকা বাড়ি বা নিরাপদ আশ্রয় খুঁজে নিন।
  • কখনো গাছের নিচে দাঁড়াবেন না।