যশোরে শিকল বন্দি ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী ছেলে ইদ্রিস আলীর শাবলের আঘাতে নিহত হয়েছেন বাবা শাহিল উদ্দীন (৫৫)। শিকলবন্দি ছেলে ছাড়া পেয়েই শাহিল উদ্দিনের মাথায় শাবল দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।

বুধবার বিকেলে হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে রাতে মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে।

নিহত সাহিল উদ্দীনের ছোট ছেলে আবুল হোসেন জানান, তার মেজো ভাই ইদ্রিস আলী মানসিক রোগী। পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক ডা. সালমিন হাসানের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসাধীন রয়েছেন ইদ্রিস আলী। পাগলামির জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। মাঝে মধ্যে ভালো আচরণ করলে তার শিকল খুলে দেয়া হতো।
মঙ্গলবার একটু ভালো আচরণ করায় তার শিকল খুলে দেয়া হয়। বুধবার বিকেলে ইদ্রিস আলী বাবা শাহিল উদ্দিনের মাথায় শাবল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। রক্তাক্ত অবস্থায় বাবাকে কেশবপুর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবার মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম বলেন, ছায়ের আলী তার ছেলে ইদ্রিস আলীর সাবলের মারপিটে নিহত হয়েছে৷ ছেলে ইদ্রিস আলীকে আটক করে হত্যা মামলায় আদালতে পাঠানো হয়েছে৷ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷