যশোরে নেশার টাকা না দেওয়ায় বাবা-মা ও বোনকে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার

jessore map

চাহিদা অনুযায়ি নেশার টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলে শাহিন হোসেন তার মা ও বোনকে মারপিট করে ঘরের মধ্যে আটকে রেখে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। স্থানীয়রা কুলাঙ্গার ছেলে শাহিন হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল পাড়ার।

ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৫০) বাদী হয়ে শুক্রবার রাতে কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে শাহিন হোসেন মাদকদ্রব্য সেবন করে। ইকবাল হোসেন কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। শুক্রবার ২৯ মে রাতে শাহিন হোসেন নেশা করার জন্য তার পিতার কাছে ৫শ’ টাকা চায়। পিতা ইকবাল হোসেন ৩শ’ টাকা দিলে কুলাঙ্গার ছেলে শাহিন হোসেন ক্ষিপ্ত হয়ে পিতা, মা হাসিনা বেগম ও বোন বুলবুলিকে মারপিট করে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে ছিটকানি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসময় শাহিন হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরের শোকেচসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে ২৫ হাজার টাকার ক্ষতি করে। ইকবাল হোসেন, হাসিনা বেগম ও বুলবুলির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শাহিন হোসেন পালানোর চেষ্টা করে। এলাকাবাসি শাহিনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, শাহিন হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বে কোতয়ালি মডেল থানায় ও মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় মাদক আইনে দু’টি মামলা রয়েছে। ওই মামলাগুলি বিচারাধীন রয়েছে।