পরিবারের ৬ সদস্যসহ করোনায় আক্রান্ত বাঁশখালীর এমপি

চট্টগ্রামের বাঁশাখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

পরিবারের ছয় সদস্যসহ তার বাড়িতে মোট ১১ জন প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে।

এই সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, তারা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ রহমান নগর এলাকার বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কোভিড-১৯ পরীক্ষার ফল তারা মঙ্গলবার জানতে পেরেছেন। কিন্তু বিষয়টি গণমাধ্যমে চলে আসে শুক্রবার।

রাসেল গণমাধ্যমকে বলেন, মোস্তাফিজুর, তার স্ত্রী, তিন মেয়ে, এক নাতনি ও এক জামাতা, তিন গৃহ পরিচারিকা ও তার নিজের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

তিনি বলেন, আমরা সবাই এখনও সুস্থ আছি। কারো তেমন কোনো সমস্যা দেখা যায়নি। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিচ্ছি, স্যারও ভালো আছেন।

১ জুন এই এমপিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, রেজিস্ট্রেশন নম্বর অনুসারে নমুনা সংগ্রহ ও ফল জানিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, আমরা ব্যক্তির নাম দেখি না। তবে তারা কেউ যোগাযোগ করেননি। হয়ত নিজেরা চিকিৎসা নিচ্ছেন।