বেনাপোলে ফেনসিডিলসহ আটক ২

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল কলুপাড়া ইটের রাস্তা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে ৫১ বোতল ফেনসিডিল সহ আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তাদের যশোর র‌্যাব-৬ ফেনসিডিলসহ আটক করে।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার মধ্যেপাড়া গ্রামের গ্রামের মকবুল হোসেনের ছেলে বেলাল হোসেন ও একই থানার ভবেরবেড় গ্রামের ছাত্তার শেখ এর ছেলে হোসেল শেখ।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ সরোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের কলুপাড়া খুশি অটো পার্টসের পাশের ইটের সলিং এর রাস্তায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিলসহ বেলাল ও সোহেলকে আটক করা হয়। আটককৃতদের মাদক মামলা দিয়ে ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এ এসআই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।