যশোরে মারপিটে যুবক জখমের ঘটনার দুই মাস পর মামলা

জমি নিয়ে বিরোধের জেরে যশোর সদর উপজেলার পারএড়েন্দা গ্রামে আসাদ (৪০) নামে এক যুবককে মারপিট ও কুপিয়ে জখমের ঘটনায় প্রায় দুই মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে একই পরিবারের ৫ জনকে।

আসামিরা হলো, ওই গ্রামের ফজের আলী (৫২) ও তার ছেলে পারভেজ (২২), ইসমাইল হোসেনের ছেলে হজেল করিম ওরফে বড় খোকন (৪৮) এবং তার দুই ছেলে ইমরান (২২) ও ইমন (২০)।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সাথে আসাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু আসামিরা জোর করে বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করতে চাই। তিনি বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়। গত ৪ মে সন্ধ্যার দিকে আসামিরা রাস্তা নির্মাণকালে বাঁধা দিলে তারা লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আক্রমন করে। তার মাথা, হাত, পা, কোমর, পিঠসহ বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। আশেপাশের লোকজন সংবাদ শুনে এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে এলাকার লোকজন শালিস করে। কিন্তু কোন সমাধান না হওয়ায় আসাদ কোতয়ালি থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাটি প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে ঘটনার প্রায় দুই মাস পর মামলা হিসাবে রের্কড করে।