যশোরে সেবিকাসহ ৩৮ জন করোনা আক্রান্ত

coronavirus jessore map

গত ২৪ ঘন্টায় যশোর জেলায় নতুন করে একজন সিনিয়র স্টাফ নার্সসহ ৩৮জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৯জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৪০জন।

গোটা জেলায় স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শুক্রবার ৩ জুলাই সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে নতুন ১২৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৮টি পজিটিভ। পজিটিভ রোগীদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা রোকসানা আক্তার (৫৭) রয়েছে। শুক্রবার ৩ জুলাই যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩৮ জন রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় ২১জন, অভয়নগর উপজেলায় ৬জন, শার্শা উপজেলায় ৬জন, ঝিকরগাছা উপজেলায় ৪জন ও কেশবপুর উপজেলায় ১জন।

গত ১০ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত যশোর জেলা থেকে পাঠানো স্যাম্পুলের মধ্যে ৪৬৭টি নমুনা পেন্ডিং রয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।