যশোরের মণিরামপুরে আগুনে দগ্ধ হয়ে গ্যারেজ মিস্ত্রির মৃত্যু

monirampur jessore map

যশোরের মণিরামপুরে আগুনে দগ্ধ হয়ে স্বপন সাহা (৩৫) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার রাত সাড়ে আটটার দিকে মণিরামপুর শহরের উত্তরমাথায় এঘটনা ঘটে। বাজারের রনজিৎ ডাক্তারের চেম্বারের সামনে তার মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।

স্বপন মনিরামপুর শহরের সাহাপাড়ার নিমাই সাহার ছেলে। তিনি নিজেই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার রাতে স্বপন নিজের গ্যারেজে কাজ করছিলেন। একপর্যায়ে গ্যারেজের পেছনে গিয়ে তিনি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আগুনে স্বপনের পুরো দেহ ঝলসে যায়। আত্মহত্যার উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে জানতে পেরে সীমাবদ্ধতার কারণে আমরা তাকে উদ্ধার করিনি। পরে মণিরামপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, স্বপনের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি।