যশোরে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে মামলা

jessore map

যশোরে অন্যনা সুলতানা মেঘনা (১৫) নামে এক স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহৃত মেঘনা সদরের তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। সদর উপজেলার নিশ্চিন্তপুর বিশ্বাসপাড়ার মৃত মহব্বত আলীর ছেলে অপহৃত স্কুল ছাত্রীর পিতা কামরুজ্জামান বাদি হয়ে রোববার রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জনকে আসামি করা হয়।

আসামি হচ্ছে হৈবতপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মোনায়েম বিশ্বাসের ছেলে ইশান আলী (২২)।

মামলায় উল্লেখ করা হয়েছে, তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়ে অন্যনা সুলতানা মেঘনা তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপাড়া করে। স্কুলে যাওয়া আসার পথে ১ নং আসামি ইশান মেয়েকে উত্তক্ত করে ও প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি মেয়ে তাকে জানায়। মেয়ে আসামির প্রস্তাবে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেয়। ৬ আগস্ট সন্ধ্যায় মেয়ে ডাল কেনার জন্য বাড়ির পাশে মুদি দোকানে যাওয়ার জন্য বের হয়ে বাড়ির সামনে ইটের সোলিয়ং রাস্তায় পৌছুলে ১ নং আসামি ইশান অজ্ঞাত নামা অন্যান্য আসামিদের সহযোগিতায় মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাসে অপহরণ করে বারি নগর বাজারের দিকে নিয়ে যায়। কামরুজ্জামান মেয়েকে খোজাখুজি করে উদ্ধারের চেষ্টা করে না পেয়ে থানায় মামলা করেন।