যশোরে আদর্শ গ্রাম গড়তে ইচ্ছা পূরণের ব্যাতিক্রমী উদ্যোগ

আদর্শ গ্রাম গড়তে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইচ্ছা পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন। যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামকে আদর্শ গ্রাম করতে তারা কাজ শুরু করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার গ্রামটিতে এতিম বাচ্চাদের নতুন কাপড় ও আর্থিক সহযোগিতার পাশাপাশি একজন প্রতিবন্ধী বাচ্চাকে স্ট্রেচার দিয়েছে। প্রত্যেক বাড়ি থেকে দুইজন রক্তদাতা তৈরীতে গ্রামের সকল নারী-পুরুষের রক্তের গ্রুপও নির্ণয় করেছে। চলমান রয়েছে এক হাজার বৃক্ষরোপণের কার্যক্রমও।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ ইমাম বলেন, ওই গ্রামের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করবে তারা। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে দারিদ্রমুক্ত করার পাশাপাশি শতভাগ শিক্ষিতের হারও নিশ্চিতে কাজ করা হবে। বিনা চিকিৎসায় আর অনাহারে থাকবে না এগ্রামের কোন মানুষ। দেশের মানচিত্রে এই গ্রামকে একটি মডেল গ্রাম হিসাবে পরিচিত করতে চায় তারা।

গেল বছর ফেব্রুয়ারিতে যশোর থেকে আত্মপ্রকাশ পায় সংগঠনটি। ইতিমধ্যে দেশের সকল জেলায় সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।