পুরুষ সঙ্গী ছাড়াই দুই দশক পর ডিম পাড়ল অজগর!

প্রায় দুই দশক পুরুষ সঙ্গী নেই। তবু একটি স্ত্রী লিঙ্গের অজগর চিড়িয়াখানায় সাতটি ডিম পেড়েছে। ৬২ বছর বয়সী সাপটি কীভাবে ডিম দিল তা বুঝতে পারছেন না গবেষকেরা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুপুরুষ সঙ্গী ছাড়াই দুই দশক পর ডিম পাড়ল অজগর!

প্রায় দুই দশক পুরুষ সঙ্গী নেই। তবু একটি স্ত্রী লিঙ্গের অজগর চিড়িয়াখানায় সাতটি ডিম পেড়েছে। ৬২ বছর বয়সী সাপটি কীভাবে ডিম দিল তা বুঝতে পারছেন না গবেষকেরা।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুই চিড়িয়াখানার সাপটির তিনটি ডিম ইনকিউবেটরে রাখা হয়েছে। দুটি থেকে জেনেটিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। বাকি দুটি নষ্ট হয়ে গেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ জুলাই সাপটি ডিমগুলো পাড়ে।

সাপ অনেক সময় স্পার্ম ধরে রাখে। যার মাধ্যমে পরে সে ডিম পাড়ে। কিন্তু এতদিন নিঃসঙ্গ থাকা একটি সাপের ক্ষেত্রে এভাবে ডিম পাড়া বিস্ময়কর ঘটনা।

চিড়িয়াখানাটিতে অবশ্য পুরুষ একটি অজগর আছে। সেটির বয়স ৩১ বছর। কিন্তু তার বাসস্থান অন্য খাঁচায়।

বল পাইথনের ক্ষেত্রে এই বয়সে ডিম পাড়াও বিস্ময়কর ঘটনা। কারণ এই সাপগুলো ৬০ বছরের পর ডিম পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।ক্তরাষ্ট্রের সেন্ট লুই চিড়িয়াখানার সাপটির তিনটি ডিম ইনকিউবেটরে রাখা হয়েছে। দুটি থেকে জেনেটিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। বাকি দুটি নষ্ট হয়ে গেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ জুলাই সাপটি ডিমগুলো পাড়ে।

সাপ অনেক সময় স্পার্ম ধরে রাখে। যার মাধ্যমে পরে সে ডিম পাড়ে। কিন্তু এতদিন নিঃসঙ্গ থাকা একটি সাপের ক্ষেত্রে এভাবে ডিম পাড়া বিস্ময়কর ঘটনা।

চিড়িয়াখানাটিতে অবশ্য পুরুষ একটি অজগর আছে। সেটির বয়স ৩১ বছর। কিন্তু তার বাসস্থান অন্য খাঁচায়।

বল পাইথনের ক্ষেত্রে এই বয়সে ডিম পাড়াও বিস্ময়কর ঘটনা। কারণ এই সাপগুলো ৬০ বছরের পর ডিম পাড়ার ক্ষমতা হারিয়ে ফেলে।