শাস্তির মুখে দিল্লির অধিনায়ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে।

আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন আইপিএল কর্তৃপক্ষ। এই বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টের আওতায় আসলো দিল্লি। নিয়ম ভঙ্গ করায় আইয়ারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে’।

আবুধাবিতে জরিমানা গোনার ম্যাচে হারের তিক্ততাও পেতে হয়েছে দিল্লিকে। সানরাইজার্সের বিপক্ষে ১৫ রানে হেরেছে তারা। আগে ব্যাটিং করে ১৬২ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাবে, নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৭ রানে থামে দিল্লির ইনিংস। হায়দ্রাবাদের স্পিনার রশিদ খান এবং পেসার ভুবনেশ্বরের দাপটে প্রথম জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

এর আগে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বোলিং শেষ করতে দেরি হবার কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।