করোনায় বিশ্বে ১১ লাখ মৃত্যু ছাড়াল ১০ মাসে

corona

চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর প্রায় ১০ মাসের মাথায় প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ১১ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ড মিটার্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনায় মোট ১১ লাখ ৯ হাজার ৮৩৪ জনের মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৩৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগী ৮২ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ছাড়িয়েছে।

করোনায় মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এক লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২০৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন করোনা রোগী।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।