দুর্দান্ত রুবেল, ভঙ্গুর শুরুর পর লড়াকু সংগ্রহ তামিমদের

rubel hossain

আজও ব্যর্থ তামিম একাদশের টপ-অর্ডার। বিসিবি প্রেসিডেন্ট কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখিয়ে হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও তামিম একাদশ। দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নেন তামিম ইকবাল।

ব্যাটিংয়ে নেমে হতাশ করলেন দুই তামিম। প্রথমে তানজিদ হোসেনকে ১ রানে ফেরান রুবেল হোসেন। এরপর ওয়ান-ডাউনে ব্যাট করতে আসা এনামুল হক বিজয়কেও রুবেল ফেরান ১ রানে।

তামিম ইকবালও নিজেকে থিতু করতে পারেননি। মাত্র ৯ রান করে আবু হায়দার রনির বলে তুলে দেন ক্যাচ।

টপ-অর্ডারের বিদায়ের পর মোহাম্মদ মিঠুনও পথ ধরেন সাজঘরের। মিঠুনকেও ২ রানে ফেরান রুবেল। তামিম একাদশের এই ভঙ্গুর পরিস্থিতিতে হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও মাইদুল ইসলাম অংকন। ৮১ বলে ৫টি চার ও ১ ছয়ে ৬২ রান করেন ইয়াসির। অংকন খেলেন ১১০ বলে ৫৭ রানের ইনিংস।

শেষ দিকে সাইফউদ্দিনের ৩৮ ও মোসাদ্দেক হোসেনের ৪০ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২১ রান তোলে তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের হয়ে রুবেল নেন ৩৪ রান দিয়ে ৪ উইকেট। এছাড়া ২টি নেন এবাদত হোসেন ও ১টি নেন আবু হায়দার রনি।