বিসিক ও মুসলিম এইড যশোরের ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এবং মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি যশোরের যৌথ উদ্যোগে ৫ দিন ব্যাপী স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স রোববার থেকে শুরু হয়েছে।

রোববার সকালে বিসিক খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক কাজী মাহাবুবুর রশীদ(উপ সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। মুসলিম এইড ইন্সটিটিউটের বাহাদুরপুরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নুর। বিসিক যশোরের ডিজিএম ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিসিক যশোরের সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান,শিল্পনগরী কর্মকর্তা শুভেচ্ছা দে ও ৩ জন প্রশিক্ষনার্থী বক্তৃতা করেন।

৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন কাটিং টুলস বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আতœনির্ভরতা অর্জনের জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান।