যশোরে বিজয় দিবস মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু

যশোরে বিজয় দিবস উপলক্ষ্যে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

রাইজিং স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার উদ্বোধনী দিনে দুটি খেলা হয়েছে। শহরের এম এম কলেজ মাঠে এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের সংখ্যা সাতটি। মহান স্বাধীনতা যুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠ এর নামে সাতটি দল গঠন করা হয়েছে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফাইনাল ও খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে। তার আগে গ্রুপ পর্যায়ের খেলা এবং এই পর্ব শেষে সেমি ফাইনাল খেলা হবে। পাঁচ পায়ের ফুটবল টুর্নামেন্ট এর খেলা দেখতে ব্যাপক দর্শক সমাগম হচ্ছে।

রাইজিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন পলাশ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সাত দলের ফুটবলার, কর্মকর্তারা, রেফারী, লাইন্সম্যান ও আয়োজক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।