সূর্যের বিবর্তনের ভিডিও প্রকাশ নাসার

মার্কিন মহাকাশ গবেষণা নাসা সম্প্রতি সূর্যের একটি টাইম ল্যাপ্স ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে সূর্য গত কয়েক দশক ধরে কীভাবে পরিবর্তন হয়েছে। যা অবিশ্বাস্য।

নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প সোলার অ্যান্ড হেলিওস্পেরিক অবজারভেটরির ২৫ তম বার্ষিকী উপলক্ষে এজেন্সি প্রায় ৫০ মিনিটের দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ক্যামেরাবন্দী রয়েছে ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সূর্যের অভূতপূর্ব পরিবর্তন।

ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরণের মাধ্যমে ব্রাস্ট অব ম্যাটেরিয়াল নিক্ষেপ করছে। যা দ্রুত গতিশীল।

ভিডিও থেকে বিজ্ঞানীরা যা জানতে পেরেছেন তা হল, মহাজাগতিক রোমাঞ্চ বয়ে নিয়ে আসছে আরেক নতুন সমস্যা। আক্ষরিক অর্থে সমস্যা যে ঝুপ করে হাজির হবে এমনটা নয়। কিন্তু বিজ্ঞানমহলে উৎকন্ঠা বাড়াচ্ছে। চিন্তা বাড়িয়েছে ‘সৌরকলঙ্ক’।