এক যুগে পদার্পণ করলো দোলন

শিশুদের স্বপ্নের কাগজ দোলন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ১১ বছর পূর্ণ করে এক যুগে পদার্পন করে। এ উপলক্ষে যশোর ইনসটিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ইনসটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি ছিলেন যশোর সিটি ক্যাবলস প্রা. লি. এর ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, কবি ও গবেষক ড.শাহনাজ পারভীন, বীর শিশু মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ছড়াকার মোস্তাফিজুর রহমান মুস্তাক, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহ সভাপতি প্রণব দাস, যশোর কলেজের সহকারী অধ্যক্ষ মুক্তার আলী, ওয়ান নিউজ বিডি.কমের প্রকাশক আল মামুন শাওন, গর্জে ওঠোর সাধারণ সম্পাদক বোরহান ইউসুফ, সহ ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক ইসতিয়াক আবির।

২০০৯ সালের ১৫ ডিসেম্বর দৈনিক গ্রামের কাগজ প্রাঙ্গণ থেকে দোলন এর আত্মপ্রকাশ ঘটে। শিশু কিশোরদের স্বপ্নের কাগজ দোলন মূলত উৎসবভিত্তিক সাহিত্য কাগজ। শিশু কিশোরদের মনোজগৎ আরো প্রসারিত করাই দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য।

দোলন এর প্রকাশক ও সম্পাদক কামাল মুস্তাফা।