আগামী সপ্তাহে করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাইডেন

joe biden

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে করোনার ভ্যাকসিন নিচ্ছেন। দেশটির জনগনের মধ্যে সংশয় দূর করেত জনসস্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। খবর সিএনএন।

বুধবার এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’

বাইডেন ছাড়াও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছেন। তবে ঠিক কবে নিবেন সেটি স্পষ্ট করে বলেননি। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে ট্রাম্প যথাসময়েই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকসিন অনুমোদন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে করোনার ভ্যাকসিন গ্রহণ করেন আইসিইউ নার্স সান্দ্রা লিন্ডসে।