আট দল নিয়েই আইপিএল আয়োজনের ইঙ্গিত

আগামী আইপিএল আট দলেরই হবে। বিসিসিআই সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। তার পরের সিজন অর্থাৎ ২০২২ সাল থেকে দশ দলের আইপিএল আয়োজন করা হবে। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আসন্ন ভারত বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। যা হবে ২৪ ডিসেম্বর।

এক আইপিএল কর্তা বলেছেন, এই মুহূর্তে নতুন দল নিলে ফের নিলামের আয়োজন করতে হবে। আর ৮ দল থাকলে করোনা আবহে ৬০ এর বেশি ম্যাচ আয়োজন করতে হবে না। এছাড়া নয়া ফ্রাঞ্চাইজিগুলোকে ২০২২ মৌসুমে আইপিএলে যুক্ত করলে উভয়পক্ষই আর্থিক দিক থেকে লাভবান হবে।

বোর্ড কর্তার মতে, ‘‌এখনই না হলেও বিসিসিআই যদি ঠিক মনে করে, তাহলে ফেব্রুয়ারি–মার্চ মাস নাগাদ নতুন দল নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তখনই দরপত্র ডাকা হবে।’‌

সৌরভের নেতৃত্বাধীন বোর্ড দশ দলের আইপিএল করার বিষয়ে ভাবনাচিন্তা করেছিল। আমেদাবাদ থেকে একটি কর্পোরেট দল নেওয়ার কথা হয়েছিল। আদানি ও আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের নাম শোনা গিয়েছিল। এই দুই সংস্থাই দল কিনতে আগ্রহী ছিল। সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ একটা সময় আইপিএলে রাইজিং পুণে সুপারজায়ান্টসের সঙ্গে যুক্ত ছিল। এমনকি দক্ষিণী অভিনেতা মোহনলালও দল কেনার জন্য আগ্রহী ছিলেন।