যশোরের কেশবপুরে আওয়ামী লীগের উদ্যোগে দলিত সম্প্রদায়ের ৩৭০ জন শীতার্ত’র মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের পক্ষ থেকে বুধবার দুপুরে কেশবপুরে আওয়ামী লীগের কার্যালয়ে ওই কম্বল বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ৩৭০ জন দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত প্রমুখ।