সেতারা খাতুন পিপি হওয়ায় বিপুলের অভিনন্দন

যশোর জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন অ্যাডভোকেট সেতারা খাতুন ।

আজ বৃহস্পতিবার সালিঃ/জিপি/পিপি (যশোর)-৪৮/২০০৯-২০ নম্বর স্মারকে সহকারি সচিব (জিপি/পিপি) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এই নিয়োগ দেয়া হয়।

এর আগে অ্যাডভোকেট সেতারা খাতুন একই আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান ছিলেন। এছাড়া তিনি যশোর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলালীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নতুনহাট পাবলিক কলেজে গভার্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন।

সেতারা খাতুন বিশেষ পাবলিক প্রসিকিউটর হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিপুলের ব্যক্তিগত কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় যশোর শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।