যশোরে কমরেড আব্দুল মতিন মূনীরের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের নেতা, জাতীয় কৃষক ক্ষেত-মজুর সমিতির সাবেক সভাপতি আব্দুল মতিন মূনীরের ১৯তম মৃত্যুবার্ষিকীতে যশোরে আলোচনা সভা হয়েছে

রোববার বিকালে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ফ্যাসিবাদী দুঃশাসন ও বাম গণতান্ত্রিক শক্তির করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সম্পাদক তসলিম উর রহমান।

আলোচনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, আব্দুল মতিন মূনীরের সহধর্মিনী মনোয়ারা সিদ্দিকী ছবি, বাসদ (মার্কসবাদী) যশোরের সমন্বয়ক হাচিনুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা শাখার সদস্য কামাল হাসান পলাশ, বিপ্লাবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবু নাসির অনিক, সাবেক ছাত্রনেতা সুমন কর, কৃষক নেতা আসাদুজ্জামান পিন্টু প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সর্বহারা শ্রেণির মতাদর্শের আলোকে রাজনৈতিক, ব্যক্তিগত ও পারিবারিক জীবন পরিচালনা করেছেন আব্দুল মতিন মূনীর। বর্তমান জাতীয় পরিস্থিতিতে আব্দুল মতিন মূনীরের আদর্শ ও শিক্ষা এগিয়ে যাওয়ার পাথেয় হবে।

বক্তারা আরো বলেন, দুঃশাসন হটিয়ে যদি বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তিকে ক্ষমতায় আনা না যায়, তাহলে পর্যায়ক্রমে দুঃশাসন চলতেই থাকবে।