নড়াইলে ডেঙ্গু ও করোনা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নড়াইলে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ডাক্তার সৈয়দ শফিক তমাল ও ডাক্তার অনিন্দতা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফোরকান আলী, ইউনুচ আলীসহ গণমাধ্যম কর্মীরা।

চিকিৎসকরা বলেন, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসাবাড়ির ভেতরে বা বাইরে কোথাও পানি জমতে দেয়া যাবে না। ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ করা যাবে না। সাবান দিয়ে হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। নিজে সচেতন থাকবে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।