সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক পদে ভোট ২১ জানুয়ারি

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হবে আগামি ২১ জানুয়ারি বৃহস্পতিবার।

শুক্রবার নির্বাচন পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

এর আগে গত ৯ জানুয়ারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। অন্যান্য পদে জয়-পরাজয় নির্ধারিত হলেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন- সেদিন তার ফয়সালা হয়নি। এই পদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আকরামুজ্জামান ও গোলাম মোস্তফা মুন্না সমান সংখ্যক ৩২টি করে ভোট পেয়েছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটি সেদিনই ঘোষণা করেছিল অমীমাংসিত পদটির ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার সাধারণ সম্পাদক পদের জন্য নতুন করে সংক্ষিপ্ত তফশিল ঘোষণা করলো। ঘোষিত তফশিল অনুযায়ী এই পদে নতুন করে কেউ প্রার্থী হতে পারবেন না। বিদ্যমান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যেই ভোট হবে। তবে কোনো প্রতিদ্বন্দ্বী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটি বরাবর লিখিত দরখাস্ত করতে হবে।

নির্বাচন পরিচালনা কমিটির শুক্রবার সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আহসান কবীর। দুই সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও নূর ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে ভোট গ্রহণ করা হবে।