পেলে-নেইমারদের সাবেক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন পালমেইরাস

দক্ষিণ আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার ফাইনালে উঠে দুই ব্রাজিলিয়ান দল। অল ব্রাজিল ফাইনালে পেলে-নেইমারদের সাবেক ক্লাব সান্তোসকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে ল্যাটিন আমেরিকার সেরা ক্লাব নির্বাচিত হয়েছে পালমেইরাস। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রেনো লোপেস।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে খেলার মোড় ঘুরেছে কয়েকবার। একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণে গ্যালারীতে প্রবেশ করা ৫০০ দর্শক ম্যাচটি বেশ উপভোগ করেছে। শিরোপা নির্ধারণী ফাইনালে লালকার্ডও পেয়েছেন একজন।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল কোনো দল। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ব্যবধানেই। এরপর রেফারির কল্যাণে অতিরিক্ত আট মিনিট খেলার সুযোগ পায় দুদল। আর এসময়েই বাজিমাত করেছে পালমেইরাস।

যোগ করা সময়েরই একেবারে শেষ মুহূর্তে গোল করে পালমেইরাসকে জিতিয়ে দেন ব্রেনো লোপেস। ব্রেনো লোপেস মূল একাদশে ছিলেন না। ম্যাচের ৮৫ মিনিটে গ্যাব্রিয়েল মেনিনোর জায়গায় মাঠে নামানো হয় তাঁকে। আর মাঠে নেমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি।