করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

korona virus

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ৩৮৮ জন নতুন শনাক্ত হয়েছেন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৩৮৮ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এই সময়ে নতুন ১০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।