যশোরে ভৈরব নদ থেকে গলিত লাশ উদ্ধার

jessore map

যশোর সদর উপজেলার ঘোড়াগাছি গ্রামে ভৈরব নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) দুপুর ৩টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, দুপুরে ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর স্থানীয়দের সহায়তায় মরদেহটি ভৈরব নদের কচুরিপনার ভিতর থেকে উদ্ধার করা হয়। অজ্ঞাত মরাদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ থেকে ২০ দিন আগে মারা গেছেন অজ্ঞাত পুরুষ ওই ব্যক্তি। পানিতে ডুবে মারা গেছে না কেউ হত্যার পর মরদেহ গুম করতে নদীর কচুরিপনার মধ্যে ফেলে গেছে তা জানতে তদন্তের পরই বলা যাবে। নিহতের পরিচয় সনাক্ত ও জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।