মুমিনুলের প্রথম সেঞ্চুরি! শুনে আশ্চর্য হলেন? হবারই কথা। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক শ্রীলঙ্কায় হাঁকালের ১১তম সেঞ্চুরি। ১১ বার রানের খাতা তিন অঙ্কে নিলেও এটাই প্রথম দেশের বাইরে শতক হাঁকানো।
২০১৩ সালে এই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন কক্সবাজারের এই ক্রিকেটার। সেবার করেছিলেন ৫৫ রান। আট বছর পর সেই শ্রীলঙ্কাতেই এবার সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। দেশের বাইরে শতক হাঁকিয়ে ঘাড় থেকে নামালেন কথার বোঝা। মুমিনুল শুধু দেশে না দেশের বাইরেও শতক হাঁকাতে পারেন।
বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি দেশে ১০টি টেস্ট সেঞ্চুরি মুমিনুলের। দেশের বাইরে অর্ধ শতক আছে তার ৬টি।