টোকিও অলিম্পিকে নেই নেইমার

ব্রাজিলের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নেইমার। সেটা পাঁচ বছর আগে ঘরের মাঠে। পিএসজি’র এ সুপারস্টার বিশ্বকাপ বাছাই আর কোপা আমেরিকাতে এখন রয়েছেন দুরন্ত ফর্মে। সেই নেইমারকে টোকিও অলিম্পিক দলে রাখেনি ব্রাজিল। কোচ আন্দ্রে জার্ডিনের দল থেকে ছিটকে গেছেন নেইমারের পিএসজি-সতীর্থ অলিম্পিকজয়ী ডিফেন্ডার মারকিনিয়োসও।

হাঁটুর ইনজুরিতে পড়লেও স্কোয়াডে ডাক পেয়েছেন দানি আলভেজ। কোচ জার্ডিনের প্রত্যাশা, অলিম্পিকের আগেই চোট কাটিয়ে উঠতে পারবেন তিনি। অলিম্পিক খেলে মূলত অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু তারপরও তিনজন সিনিয়র ফুটবলার সুযোগ পান দলে। সিনিয়র কোটায় দলের বাকি দুই জন হলেন ম্যালকম ও পাওলিনিও।

ব্রাজিলের অলিম্পিক দল:

গোলরক্ষক: সান্তোস, ব্রেন্নো।

রক্ষণভাগ: দানি আলভেজ, গাব্রিয়েল মেনিনো, গিলের্মে আরানা, গাব্রিয়েল গিমারেস, নিনো ও ডিয়েগো কার্লোস।

মাঝ-মাঠ: ডগলাস লুইজ, ব্রুনো গিমারেস, গারসন, ক্লদিনিও ও ম্যাথিউস হেনরিক।

আক্রমণভাগ: ম্যাথিউস কুনিয়া, ম্যালকম, পেদ্রো ও পাওলিনিও।