লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
২৯ জুন মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জগতবেড় সীমান্তের বিপরীত দিকে অবস্থিত ভবরামগুড়ি (ইচ্ছাগঞ্জ) এলাকায় ভারতের ২৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
রিফাত হোসেন পাটগ্রাম উপজেলার মুন্সীরহাট এলাকার ইসমাইল হোসেনের ছেলে। বিজিবি ও পাটগ্রাম থানা সূত্রে জানা গেছে, রিফাত হোসেন চোরাচালানের উদ্দেশে সোমবার গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ৮৬২সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ভবরামগুড়ি (ইচ্ছাগঞ্জ) এলাকায় ঢোকেন।
এ সময় ভারতীয় চোঙ্গারখাতা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি চালালে গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিফাত। এ ঘটনায় রংপুর ৬১বিজিবি ব্যাটালিয়নের শমশেরনগর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে ভারতীয় চোঙ্গার খাতা বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের পর মরদেহের ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে জানা গেছে।