রাজশাহী মেডিকেলে আরো ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে চারজনের করোনা পজেটিভ ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৯ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৬৫৮টি নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজেটিভ আসে।

রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৫৪ নমুনা পরীক্ষায় ১০ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ৫২ শতাংশ।