ভ্যাকসিন নিতে নিবন্ধন করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকা নিতে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন তিনি।

নিবন্ধন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে টিকা দেয়ার তারিখ জানানো হয়ে থাকে। তবে এখন পর্যন্ত এ এসএমএস পাননি বিএনপি নেত্রী।

বিষয়টি নিশ্চিত করে দলটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেবেন।

ডা. জাহিদ বলেন, নেত্রী এমনিতে হৃদরোগ, কিডনি, ফুসফুসের নানা জটিলতায় অসুস্থ। তার অবস্থা আগের মতোই। তিনি দেশের বয়োজ্যেষ্ঠ নাগরিক, জনপ্রিয় রাজনৈতিক নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী।

উনি কোথাও গেলে ব্যাপক জনসমাগম ঘটে। সেক্ষেত্রে তার টিকা বাসায় দেওয়া যায় কি-না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি।

সম্প্রতি ৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন।